সংস্থার উদ্দেশ্যঃ
নারী ও শিশু পাচার, নির্যাতন রোধ কল্পে জনসচেতনাতা সৃষ্টি করা, নির্যাতিতদের আর্থিক ো আইনগত সহযোগিতা করা। সামাজিক বনায়নে বৃক্ষ রোপন, বিনা মূল্যে চারা বিতরণ। যৌতুক, ধুপান বিরোধী আন্দোলন সহ স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম গ্রহন করা। দুঃস্থ/কন্যাদায় গ্রস্থ পিতা ও অসহায় রোগীদের সাহায্য কার্যক্রম। বিধবা, স্বামী পরিত্যাক্ত, স্বামী কর্তৃক বিতাড়িতদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। অশিক্ষিতদের অক্ষরজ্ঞান দান করা।ধর্মীয় শিক্ষা দান করা এবং পাঠাগার ও ছোট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে করে তারা স্কুলে বা ধর্মীয় স্থানে শিক্ষা দান করতে পারে। মহিলা নেতৃত্ব ক্ষমতায়নের জন্য বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ করে ফান্ডের ব্যবস্থা করা। আর্সেনিক মুক্ত পানি ব্যবহারের জন্য প্রশিক্ষণ দান করা। স্যানিটেশন, স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরীর জন্য উৎসাহ দেওয়া বা প্রশিক্ষনের ব্যবস্থা করা। বিভিন্ন ধরনের খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা।
প্রতিষ্ঠার তারিখঃ ৩০/০৮/২০০৩ ইং।
সনদপত্র নং- জেমবিককা/মেহের/ ২০/২০০৪ইং
নিবন্ধনের তারিখ ৩০/১০/২০০৪ ইং।
সমিতির কার্যক্রম এলাকাসমূহঃ মেহেরপুর জেলা ব্যাপী।
চলতি কর্মসূচীর বিবরণঃ নকশি পাটি বুনন, পাট জাত দ্রব্য দিয়ে বাই সাইকেলের নেৌন্দর্য বৃদ্ধি করন ফুল,করুসের কাজ, সেলাই প্রশিক্ষন, পরিবার পরিকল্পনা, মৎস্য চাষ প্রকল্প, গবাদি পশুপালন, বনায়ন প্রকল্প, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি।
বর্তমান পরিচালনা কমিটি
ক্রঃ নং | নাম | পদবি | নির্বাচনের তারিখ | মোবাইল নম্বর |
১। | মোছাঃ নুরুন নাহার | সভানেত্রী | ০৩/০৫/১২ ইং | ০১৭১৬৫২২৭৫৮ |
২। | মোছাঃ মাশুয়ারা খাতুন | সহ-সভানেত্রী | ০৩/০৫/১২ ইং |
|
৩। | মোছাঃ হাবিবা নওসীন | সাধাঃ সম্পাদিকা | ০৩/০৫/১২ ইং |
|
৪। | মোছাঃ পারভীন খাতুন | সহ-সাধাঃ সম্পাদিকা | ০৩/০৫/১২ ইং |
|
৫। | মোছাঃ আফরোজা শারমিন | কোষাধ্যক্ষ | ০৩/০৫/১২ ইং |
|
৬। | নজিনা খাতুন | সাংগঠনিক সম্পাদিকা | ০৩/০৫/১২ ইং |
|
৭। | মোছাঃ সবেদা খাতুন | প্রচার সম্পাদিকা | ০৩/০৫/১২ ইং |
|
৮। | মোছাঃ ছালেহা খাতুন | সদস্য | ০৩/০৫/১২ ইং |
|
৯। | মোছাঃ সাজেদা খাতুন | সদস্য | ০৩/০৫/১২ ইং |
|
১০। | মোছাঃ পারভিন আক্তার | সদস্য | ০৩/০৫/১২ ইং |
|
১১। | মোছাঃ কল্পনা খাতুন | সদস্য | ০৩/০৫/১২ ইং |
|
|
যোগাযোগের ঠিকানাঃ
গ্রাম- অলিনগর, ওয়াড নং ৮
ডাকঘরঃ বামন্দী, উপজেলাঃ গাংনী
জেলা- মেহেরপুর।
০১৭১৬৫২২৭৫৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস