মেহেরপুর জেলায় বাল্য বিবাহ বিরোধী অভিযানে বর-কনে পক্ষের জেল-জরিমানার পরএবার বাবুর্চি ও ডেকোরেটর মালিকের অর্থদণ্ড করলেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বাল্য বিয়ের অনুষ্ঠানে রান্না ও ডেকোরেটরের মালামাল সরবরাহের দায়ে ওই অর্থদণ্ড হয়। এছাড়াও বর-কনেসহ তাদের অভিভাবকদের কাছ থেকেও জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক এক কনেকে স্বামীর সংসার থেকে পিতার সংসারে ফেরতের নির্দেশদেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS